Type Here to Get Search Results !

বোদায় আন্ত: মোটর সাইকেল চোর গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় জেলার বোদা থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার সহ আন্ত: জেলা মোটর সাইকেল চোর চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ওই মূল হোতার নাম রিয়াদ হাসান মাসুদ (২৫), পিতা আশরাফুল ইসলাম ওরফে মজাহারুল গ্রাম মুন্সিপাড়া ঠাকুরগাও। পুলিশ জানায়,তার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলায় আরো পাঁচটি মামলা রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ( ৪ নভেম্বর) মাসুদকে দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে মোটর সাইকেল চুরির কথা স্বীকার করে। এরপর তাকে নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। মাসুদের তথ্য মতে আটকের ওইদিন লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার অধিন ৫ নং চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারি এলাকার শামসুদ্দিন কমিরউদ্দীন (এসকে) ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকার পাকা রাস্তা হতে ১৬০ সিসি টিভিএস মোটর সাইকেলটি উদ্ধার করা হয় । বোদা উপজেলার নাজিরপাড়া এলাকার শাহীন কবীর প্রধানের বাড়ি হতে গত ১৮ অক্টোবর সকাল ১০ টার দিকে ৬ তালা ভবনের নীচ তালার গ্যারেজ হতে টিভিএস এ্যাপাসি ১৬০ সিসির মোটর সাইকেল চুরি হয়। এ ব্যাপারে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান গ্রেফতার হওয়া রিয়াদ হাসান মাসুদ কে বুধবার আদালতে সোপর্দ করলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies