Type Here to Get Search Results !

বিএনপি কখনও আওয়ামীলীগ হবে না - স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূরুল হুদা

মজনু সরকার: পার্বতীপুর(দিনাজপুর) থেকে : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের-১০, দিনাজপুর-৫, (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু বলেছেন- কোনো ভাবে আওয়ামীলীগের শাসন আমলের সাথে বিএনপির শাসনামলের তুলনা করা যাবে না। কেননা অতীতে বিএনপি কখনো আওয়ামীলীগের ধারায় দেশ শাসন করেনি। আগামীতেও বিএনপি কখনও আওয়ামীলীগ হবে না। সোমবার দুপুরে পার্বতীপুর প্রেস কাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। নির্বাচনী গণসংযোগের অংশ হিসাবে স্থানীয় বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন- পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু ও সাংবাদিক বদরুদোজ্জা বুলু, আমাদের নুরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, এই মুহুর্তে এ এলাকার তরুণদের বড় সমস্যা মাদকাশক্তি। জীবন বিনাশী এই প্রবনতা থেকে তাদের মুক্ত করতে হলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ জন্য তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। এ সময় তিনি পার্বতীপুর ও ফুলবাড়ী বাসীর যে কোন সমস্যা সংকটে সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। নূরুল হুদা বাবু ঢাকা বিশ^বিদ্যালয় থেকে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিষয়ে ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ওই সময় থেকে তিনি বিএনপি’র সহযোগি সংগঠনের রাজনীতিতে জড়িত হন বলে তার সফর সঙ্গীরা জানান।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies