এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : রোগবালাই পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্যসম্মত মাংস বিক্রয় নিশ্চিতকরণ ও গভীর রাতে খাবার দোকান খোলা রাখার বিষয় নিয়ে দিনাজপুরের খানসামায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার রায়, ইউপি চেয়ারম্যান, রেস্তোরাঁ ও মাংস ব্যবসায়ীরা।
সভায় ব্যবসায়ীদের নিয়ম মেনে দোকান পরিচালনা, রোগবালাই পরীক্ষা ও প্রাণিসম্পদ বিভাগের অনুমোদন ছাড়া পশু জবাই না করার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে এসব বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
এসময় অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে সচেতনতামূলক উপস্থাপনা তুলে ধরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ।
