Type Here to Get Search Results !

ঠাকুরগাঁওয়ে সুজনের কমিটি গঠন : সভাপতি লতিফ, সম্পাদক নাজমুল

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি : সুশাসনের জন্য নাগরিক (সুজন)- এর ঠাকুরগাঁও জেলা কমিটি পুনর্গঠন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক হল রুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুজনের রংপুর আঞ্চলিক সমন্বয়ক রাজেশ দে, ফিরোজ আমিন সরকার, শাহ মো. নাজমুল হোসেন, ফজলে ইমাম বুলবুল, জয়নাল আবেদিন বাবুল, মাসুদ আহমেদ সুবর্ন, খোদা বক্স ডাবলু ও নাজনিম বেগম স্নিগ্ধা। সভায় সর্ব সম্মতিক্রমে মো. আব্দুল লতিফকে সভাপতি, শাহ মো. নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের সুজন ঠাকুরগাঁও জেলা কমিটি গঠন করা হয়। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies