শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ
পৌর শহরের গুয়াগাঁও নামক স্থানে ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির মনোনীত এমপি
প্রার্থী ও পীরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি আলহাজ জাহিদুর রহমান জাহিদ
তয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারনা
করেন। জনগণের খুব কাছের মানুষ ও সব শ্রেণির মানুষের কাছে জনপ্রিয়তা
অর্জনকারী প্রার্থী জাহিদুর রহমান নির্বাচনী প্রচারণায় ভোটাররা তাকে ব্যাপক
উৎসাহ পাচ্ছেন। মানুষ তাকে সানন্দে বরন করছেন। তাকে বিজয় করার লক্ষ্যে
বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে আন্তরিক ভাবে কাজ করছেন।
বিএনপি’র চেয়ারপার্সন, ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানষ কন্যা
বেগম খালেদা জিয়া শারীরিক ভাবে গুরুতর অসুস্থ্য ও চিকিৎসাধীন থাকায় তার রোগ
মুক্তির কামনার জন্যে গুয়াগাঁও এলাকায় দোয়া পাঠ করা হয়। মহান আল্লাহ রাব্বুল
আলামীন কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও শারীরিক সুস্থ্যতার জন্যে
দোয়া পাঠের আয়োজন করেন পীরগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। ওই সময় সাবেক
এমপি জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা
পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, থানা বিএনপি’র
সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল
করিম রাজা, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন,
ব্যবসায়ী আলহাজ বেলাল হোসেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ভোটার,
সংবাদকর্মী, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নির্বাচনী
প্রচারণায় অংশ নেয়।