নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : এনসিপি নেতা সারজিস আলম এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন তার নিজ জেলা পঞ্চগড়-১ আসন থেকে। তার আসনে বিএনপি জামায়াতসহ অন্যান্য দলের প্রার্থীর সাথে এবার যোগ হচ্ছে স্বতন্ত্র প্রার্থীও। শুক্রবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লিলারমেলা বাজারে সংবাদ সম্মেলন করে নিজেকে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেন ওই এলাকার বাসিন্দা মাজেদুর রহমান লিটন।
তিনি পেশায় বেসরকারি চাকুরিজীবী। এই ব্যক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে এমকম সম্পন্ন করেছেন। নিজের দায়বদ্ধতা থেকে মানুষের জন্য কাজ করার মনোবাসনা থেকে তিনি এবার সারজিসসহ অন্যান্য হেভিওয়েট প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন।
তিনি বলেন, রাজনৈতিক পরিবারের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। রাজনৈতিক দলের বাইরেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে। তিন উপজেলার মানুষের জন্য আমি তেমন কিছু করতে পারি নি। তবে এই এলাকার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে আমার পরিবারের ভূমিকা রয়েছে। আমার দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং এলাকার মানুষের সাথে যে সম্পর্ক তাতে তাদের কমিনমেন্টগুলি আমি সহজেই বাস্তবায়ন করতে পারবো। আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি আমাদের কেন আগেই এক শতাংশ সমর্থক রাজি করাতে হবে? এই নিয়ম পরিবর্তন করতে হবে। সুযোগ পেলে রাস্তা ঘাট, স্বাস্থসেবার উন্নয়ন, কৃষকের পন্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়ন করবো। সেবা, উন্নয়ন ও মানবিক রাজনীতি আমার ভিশন। রাজনীতি কেবল পেশা নয় সেবা হিসেবে নিতে চাই। আমি কাউকে অসম্মান করবো না। আমি মিথ্যা প্রতিশ্রুতি দেবো না। আমি অর্থ, প্রলোভন বা ভয় দেখিয়ে ভোট নেবো না বরং আমি মানুষের দরজায় যাবো, মানুষের কথা শুনবো, মানুষের সমস্যার সমাধানে কাজ করবো।
পরে তিনি এলাকার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তার সমর্থকরা উপস্থিত ছিলেন।
