Type Here to Get Search Results !

ফুলবাড়ীতে উদ্বোধন হলো উপজেলা পাবলিক লাইব্রেরী

শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পাবলিক লাইব্রেরীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের উপজেলা পর্যায়ে আধুনিক পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠার অংশ হিসেবে ফুলবাড়ীও যুক্ত হলো জাতীয় লাইব্রেরী নেটওয়ার্কে। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে একযোগে ১১টি জেলার ৪৪টি পাবলিক লাইব্রেরীর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুম থেকে ভার্চুয়ালি উদ্বোধনী আয়োজনে যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা,উপজেলা ইনস্ট্রাক্টর আব্দুল আজিজ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুল মালেক,সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান,এনসিপির উপজেলা আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু,সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া মিঞা,সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুছ আলী আনন্দ সহ স্থানীয় সুধীজন। নতুন এই পাবলিক লাইব্রেরী উপজেলার জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies