মজনু সরকার,পার্বতীপুর থেকেঃ-দেশিজাত-আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি ,এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে প্রাণী সম্পদ ও প্রদর্শনী:২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৬ নভেম্বর বুধবার বেলা ১১ টায় স্থানীয় পার্বতীপুরে প্রাণী সম্পদ অফিস চত্বরে অনুষ্ঠিত হয়।
৩০টি স্টলে নানা জাতের গরু ছাগল প্রদর্শন করেন খামারীরা।
পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ ও সরকারী ভেটেনারী হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ সেবা সপ্তাহ বিটিভির মাধ্যমে সারা বাংলাদেশে একযোগে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ।
সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র রায়।প্রধান অতিথি সাদ্দাম হোসেন , বিশেষ অতিথি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,। স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন মোসাবের হুসাইন নাঈম । এর আগে প্রদর্শনী প্যান্ডেলের গেটে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধনী ঘোষণা দেন উপজেলা নিবার্হী অফিসার সাদ্দাম হোসেন। সঙ্গে ছিলেন উপজেলা ,প্রাণী সম্পদ কর্মকর্তা পবিত্র রায়, ভেটেরিনারি সার্জন মোসাবের হুসাইন নাঈম, রাসেল পারভেজ কৃষি সম্প্রসারণ অফিসার লুৎফন নাহার ।বক্তারা বলেন নিরাপদ খাদ্য আমিষ জাতীয় খাবার , ভেজাল মুক্ত,জাত উন্নয়ন করতে হবে, সময় মত টিকা দিতে হবে, পরামর্শ দেয়। এসময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
