Type Here to Get Search Results !

বড়গ্রাম ও দাইনুর সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে মাদক আটক

আফজাল হোসেন, ফুলবাড়ী, প্রতিনিধি: ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম এবং দাইনুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বিদেশী মদ আটক হয়েছে। গত ২১ নভেম্বর ২০২৫ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপি কর্তৃক ০১টি চোরাচালাল প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১,০০৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং গত ২২ নভেম্বর ২০২৫ তারিখ দাইনুর বিওপি কর্তৃক ০১টি চোরাচালাল প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,১৭,৯০০/- টাকা। এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies