এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় ৬৭.৪ কেজি গাঁজা উদ্ধার মামলায় জড়িত মূল হোতা ও এক নম্বর আসামী আজাহার আলী (৬০) কে আটক করেছে পুলিশ।
তিনি পার্শ্বববর্তী চিরিরবন্দর উপজেলার উত্তর নশরতপুর এলাকার বাসিন্দা।
থান পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে প্রযুক্তির সাহায্যে ও গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলার মালিগ্রাম বাজার এলাকা থেকে আজাহার আলীকে আটক করা হয়। শনিবার (২২ নভেম্বর) দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও তফির মেম্বার পাড়া এলাকায় আকিবুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৬৭.৪ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। এসময় আকিবুল ইসলাম (৫০) কে আটক করা হলেও আজাহার আলী পালিয়ে যান।
অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “৬৭.৪ কেজি গাঁজা উদ্ধার মামলার মূল হোতা আজাহার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে, এইজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
