Type Here to Get Search Results !

ফুলবাড়ীতে বিদ্যুতের প্রিপেইড মিটার বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন

আফজাল হোসেন, ফুলবাড়ী, প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে অতিরিক্ত ব্যয়ে গ্রাহক হয়রানির বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ বন্ধ ও বাতিলের দাবীতে ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজ এক সংবাদ সম্মেলন করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহব্বায়ক মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত ব্যয়ে গ্রাহক হয়রানির বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ বন্ধ ও বাতিলের দাবীতে এই সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। ০৮ দফা দাবীতে সংবাদ সম্মেলনে ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজ এর আহব্বায় মোঃ হামিদুর রহমান বলেন, ফুলবাড়ী নেসকো সম্প্রতি প্রি- পেইড মিটার এনে বিদ্যুৎ গ্রাহকদের হয়রানী করছে। কারও কারও আবাসিক ও বানিজ্যিক পোস্ট পেইড মিটার খুলে প্রিপেইড মিটার দিচ্ছে। পোস্ট পেইড মিটার সচল এবং ত্রুটিহীন ছিল। গ্রাহকদের নিজ অর্থায়নের ক্রয়কৃত এ সব মিটার নেসকো কোম্পানির কর্মকর্তা কর্মচারী বৃন্দ খুলে নিয়ে গেছে। কিছু গ্রাহক অনিচ্ছার সত্তেও নেসকো এ সব মিটার সংযোগ দিয়ে মিটার ভাড়া নূন্যতম ৪০টাকা থেকে ২৫০ টাকা ডিমান্ড চার্জ সহ অন্যান্য খরচ কেটে নিচ্ছে। ফুলবাড়ীতে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের জোর দাবী জানাচ্ছি। ৩০শে অক্টোবর ২০২৫ তারিখের সকল গ্রাহকের মতামত উপেক্ষা করে ১১ ও ১২ নভেম্বর প্রিপেইড মিটার স্থাপনের জন্য মাঠে নামে। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ করলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী ফুলবাড়ীর সকল এলাকায় প্রিপেইড মিটার স্থাপন বন্ধ রাখতে নির্দেশ প্রদান করেন। সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সঞ্জিৎ কুমার, সঞ্জিত প্রসাদ জিতু, ফুলবাড়ী পৌরসভার কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, ফুলবাড়ী উপজেলার জাতীয় নাগরিক পার্টির ইমরান চৌধুরী নিশাত, প্রধান সমন্বয়কারী মোঃ জাকির, কামরুজ্জামান বাদল, আরমান হোসনে রোমান, মোঃ নজরুল ইসলমা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মমিনুল ইসলাম, মোঃ ফারুখ আহম্মেদ, মাহমুদ হাসান, হিমেল মন্ডল, সাকোয়াত হোসেন, মোঃ বাদল, মোঃ শাহিন, মোঃ সোহেল সহ সম্মিলিত নাগরিক সমাজের শতাধিক নেত্রীবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী নভেম্বরের মধ্যে ফুলবাড়ী উপজেলা সকল এলাকায় প্রিপেইড মিটার লাগানো বন্ধ করা না হলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে ঘোষনা দেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies