Type Here to Get Search Results !

ফুলবাড়ী সাংবাদিক নতুন কমিটি ঘোষণা

শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে,ফুলবাড়ী সাংবাদিক ফোরাম, কুড়িগ্রাম-এর নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) নবনির্বাচিত সভাপতি মোঃ শাহজামাল শাওন এবং সাধারণ-সম্পাদক মোঃ বদরুজ্জামান বিপ্লব স্বাক্ষরিত গুরুত্বপত্রের মাধ্যমে কমিটির নাম প্রকাশ করা হয়। নবগঠিত কমিটির নেতৃত্বে সভাপতি: মোঃ শাহজামাল শাওন(দৈনিক সংগ্রাম) সাধারণ-সম্পাদক:মোঃবদরুজ্জামান বিপ্লব(সকালের শিরোনাম) ,সহ-সভাপতি: মোঃইয়াকুব আলী(বাংলার প্রতিছবি),যুগ্ম সম্পাদক: আব্দুর রশিদ মিলন(সারাদেশ প্রতিদিন) ,প্রচার সম্পাদক: মোঃ ইসমাঈল হোসেন(দৈনিক ঘোষনা),অফিস সম্পাদক: মোঃ আব্দুল হালিম রানা,আইটি ও মিডিয়া সম্পাদক: মোঃ আলিনুর ইসলাম,কার্যনির্বাহী সদস্যবৃন্দ:মোঃ এনামুল হক, মোঃ এরশাদুল হক, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, মোঃ খোরশেদুল আলম, মোঃ সায়েম হোসাইন, মোঃ আবু সাঈদ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সুমন ইসলাম, মোঃ নুর আমিন, মোঃ রাসেল সরকার, মোঃ জাকির হোসেন, মোঃ আশরাফুল আলম এবং মোঃ আব্দুর রাজ্জাক। নবনির্বাচিত সভাপতি মোঃ শাহজামাল শাওন বলেন,ফুলবাড়ীর সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনগণের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠা আমাদের মূল লক্ষ্য। ফোরামের মাধ্যমে একটি ইতিবাচক সাংবাদিক সমাজ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বিপ্লব বলেন,সাংবাদিকদের অধিকার রক্ষা, আধুনিক প্রশিক্ষণের প্রসার এবং সংগঠনের উন্নয়নে নতুন কমিটি অগ্রণী ভূমিকা রাখবে। সকলের সহযোগিতায় ফোরামকে আরও গতিশীল, শক্তিশালী ও পেশাদার একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলবো।নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার,সাংবাদিকতা শুধু একটি পেশা নয়,এটি সত্যের প্রতি অঙ্গীকার, মানুষের সমস্যাকে তুলে ধরার দায়িত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান। আমরা কলমের সৈনিক, আমাদের শক্তি সত্য, আমাদের লক্ষ্য জনস্বার্থ, আর আমাদের পথচলা মানবতার পাশে।তিনি আরও বলেন, হলুদ সাংবাদিকতার বিপরীতে তারা দাঁড়াবেন সৎ, সাহসী ও মানবিক সাংবাদিকতার পথে। সংগঠনের ভেতরে থাকবে ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব। সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের গল্প তুলে ধরাই হবে ফোরামের প্রধান দায়িত্ব।কমিটি ঘোষণার মাধ্যমে ফুলবাড়ীর সাংবাদিক সমাজে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা, ঐক্য ও ইতিবাচক প্রত্যাশা। সিনিয়র সাংবাদিকদের দিকনির্দেশনা ও সকল সদস্যের সহযোগিতা নিয়ে নতুন কমিটি আশা করছে। ফুলবাড়ী সাংবাদিক ফোরাম হবে আরও শক্তিশালী, গতিশীল এবং জনস্বার্থে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। শেষে নেতৃবৃন্দ মহান আল্লাহর নিকট দোয়া করেন,আল্লাহ্ যেন সবাইকে সত্য, ন্যায় ও মানবতার পথে অবিচল থাকার শক্তি দান করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies