Type Here to Get Search Results !

ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে ট্রাক চালকসহ গ্রেপ্তার চার

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় অজ্ঞাত ২০ বছর বয়সী এক ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে চারজনকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করেছে তেতুঁলিয়া মডেল থানা পুলিশ। এর মধ্যে একজন ট্রাক চালক ও তিনজন সহকারী বলে জানা গেছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে স্থানীয়রা তাদেরকে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হাবিবুল্লাহ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার সদরের মানিকচরের মো হাসান আলী (১৮), একই উপজেলার নামুজা গ্রামের রাজিব (২০), একই জেলার শিবগঞ্জ থানার ভাগদহ এলাকার মোস্তফা হানিফ মিজানুর (২১ ) ও একই এলাকার চাদিনা দক্ষিণপাড়া এলাকার ট্রাক চালক সোহেল শেখ (৩২) । মামলার এজাহার, পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় অজ্ঞাতনামা ওই নারী দীর্ঘ দিন ধরে ভাসমান অবস্থায় ঘোরাফেরা ও রাত্রিযাপন করে আসছিলেন। মঙ্গলবার রাতে স্থলবন্দর এলাকায় বগুড়া থেকে আসা আলু ভর্তি ট্রাক নিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে আসেন। সেখানে অবস্থানের সময় গভীর রাতে একটি পরিত্যক্ত দোকান ঘরের সামনে অজ্ঞাত ওই মানুষিক ভারসাম্যহীন নারীকে একজন চালক ও তিন হেলপার দ্বারা ধর্ষণ হয়। পরে ঘটনাটি স্থানীয় লোকজন এবং স্থলবন্দরের নিরাপত্তা রক্ষীদের (সিকিউরিটি গার্ড) নজরে আসে। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি তেঁতুলিয়া মডেল থানাকে অবহিত করেন। খবর পেয়ে থানা থেকে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযান চালিয়ে পুলিশ চারজন অভিযুক্তকে আটক করে হেফাজতে নেয়। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies