Type Here to Get Search Results !

ফুলবাড়ীতে প্রান্তিক নারীদের কর্মমূখী দর্জি প্রশিক্ষণ বিষয়ে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত:

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বেসিক সংস্থার উদ্দ্যোগে প্রান্তিক নারীদের কর্মমূখী (দর্জি) প্রশিক্ষণ বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন সভা বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী মোঃ ইসাহাক আলী। তিনি তার বক্তেব্য বলেন, বেসিক এনজিও এর সহায়তায় প্রান্তিক নারীদের কর্মমূখী দর্জি, বস্তায় আদা ও হলুদ চাষ প্রশিক্ষণ প্রদান করা হবে এবং তাদের মাঝে বিনামূলে চারা বিতরণ করা হবে। এতে বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় ১০ জন প্রান্তিক, দরিদ্র অসহায় নারী ০৩ মাসের দর্জি প্রশিক্ষণ পাবে। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন বিনামূল্য বিতরণ করা হবে। এছাড়ও আলাদীপুর ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের ০৫ জন, বেতদিঘী ইউনিয়নের ০৫ জন আদিবাসী নারী, মুশাহার চৌরাই গ্রামের ৩৫ জন আদিবাসী নারী বস্তায় আদা ও হলুদ চাষের উপর ০১ দিনের প্রশিক্ষণ পাবে। প্রশিক্ষণ শেষে ঐ দিনেই বিভিন্ন দেশীয় গাছের চারা তাদের মাঝে বিতরণ করা হবে। এছাড় ওরিয়েন্টেশন সভা উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্থা ডা: সারোয়ার হাসান, সমজসেবা কর্মকতা, কৃষি কর্মকর্তা, উপজেলায় কর্মরত ২৫ টি ্ধসঢ়;এনজিও’র ম্যানেজার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সহযোগীতায় ছিলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, অর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ঢাকা। বাস্তবায়নে ছিলেন, বেসিক সংস্থার ফুলবাড়ী।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies