Type Here to Get Search Results !

পঞ্চগড় সুগার মিল চালু করার বিষয়ে আখচাষী সমাবেশ অনুষ্ঠিত

নজরুল ইসলাম, বোদা, (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় সুগার মিল চালু করার বিষয়ে আখচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সুগার মিল অফিস চত্বরে পঞ্চগড় জেলা আখচাষী সমিতি ও অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে পঞ্চগড় আখচাষী সমিতির আহ্বায়ক মনজর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী তানবিরুল বারী নয়ন। এসময় পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নাইবুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ সুগার মিলের শ্রমিক, কর্মচারী, আখচাষী, স্থানীয় দোকানদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে পঞ্চগড় সুগার মিল সহ ৬টি প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চক্রান্তে বন্ধ করে দেয়া হয়েছিল। ভারতীয় চক্রান্তে দেশের চিনি শিল্পকে অস্থির করা হয়েছিল। এই পঞ্চগড় সুগার মিল বন্ধ হওয়াতে হাজারো শ্রমিক কর্মচারী আজ বেকার। এই এলাকার অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। অবিলম্বে সুগার মিল চালু করতে অর্ন্তবর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। পরে সুগার মিল চালু করার বিষয়ে এনসিপি নেতা তানবিরুল বারী নয়নের হাতে একটি স্মারকলিপি তুলে দেয়া হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies