আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় সাধারণ সভার মধ্য দিয়ে গণসংহতি আন্দোলনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখে বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে
বিকাল ৪ ঘটিকায় ২৩ সদস্য বিশিষ্ট উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।
মোঃ দুলাল এর সভাপতিত্বে উক্ত সাধারণ সভায় রংপুর জেলার আহবায়ক তৌহিদুর রহমান, সদস্য সচিব মুফাখখারুল ইসলাম মুন ও রংপুর মহানগরের আহবায়ক মোঃ আব্দুল জব্বার এর
উপস্থিতিতে আহবায়ক কমিটিতে ১টি যুগ্ম আহবায়ক ও ৫টি সদস্য পদ খালি রেখে মোঃ দেলোয়ার হোসেনকে আহবায়ক, মোঃ আব্দুল মতিনকে যুগ্ম আহবায়ক, মোঃ রফিকুল ইসলামকে সদস্য সচিব,
মোঃ রওশন ইয়াছদানীকে যুগ্ম সদস্য সচিব ও আবু তাহের ইসলামকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, নবগঠিত এই আহবায়ক কমিটি আগামী ০৬ (ছয়) মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে সাংগঠনিক কাজ গতিশীল করার চেষ্টা করবে। তারা আরো বলেন, একটি মহল
রাষ্ট্রকে সংকটে ফেলে দলীয় স্বার্থ কায়েম করতে চায়। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি জনগণ ও দেশের বৃহত্তর স্বার্থের বাইরে আমাদের আলাদা কোন স্বার্থ নাই। এ মুহুর্তে প্রয়োজন
বিচার, সংস্কার ও নির্বাচন। আর অতি অবশ্যই স্থিতিশীলতা প্রয়োজন। নির্বাচন না দিয়ে কেউ একক কর্তৃত্ব কায়েম করতে চাইলে রাষ্ট্র অন্ধকারে নিমজ্জিত হয়ে পিছিয়ে পড়বে। আমরা গণহত্যার
বিচার চাই, সংস্কার চাই, নির্বাচন চাই। ফ্যাসিস্ট শেখ হাসিনা পরাজিত হয়ে পালিয়ে গেলেও এখনো ষড়যন্ত্রে লিপ্ত, তবে জনগণ ঐক্যবন্ধ থাকলে কোন ষড়যন্ত্র সফল হবেনা। এখন দরকার নতুন
রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বন্দোবস্ত। প্রয়োজন ফ্যাসিবাদের ভিত্তি বিদ্যমান ক্ষমতা ব্যবস্থা ও রাষ্ট্রের আইনি কাঠামোর বদল ঘটিয়ে তার গণতান্ত্রিক রুপান্তর। আমরা বিশ্বাস করি জনগণের
ঐক্যই আমাদের কাঙ্খিত রাষ্ট্র বাস্তবায়নের একমাত্র হাতিয়ার। তাই আমরা বিভাজনের রাজনীতির পরিবর্তে ঐক্যের রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই।
সাধারণ সভা ও কমিটি গঠন শেষে বদরগঞ্জ বাজারে ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর ২০২৫ এ অনুষ্ঠিতব্য ৫ম জাতীয় সম্মেলন সফলের লক্ষ্যে জনতার মাঝে লিফলেট বিতরণ করা হয়।
