Type Here to Get Search Results !

পীরগঞ্জে ২৪ কেজি গাজা উদ্ধার সহ চালক গ্রেফতার

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ পীরগঞ্জ থানা পুলিশ পালিগাঁও মহল্লায় আজাহার আলীর বসত বাড়ির সামনে থেকে ২৪ কেজি গাজা সহ ১ অটো রিক্সা চালককে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে জগথা তালা বেচাপাড়া এলাকার আজিজুল হক এর পুত্র নওসাদ আলী (২৫) অটো রিক্সায় ২৪ কেজি গাজা বহন করার সংবাদ পায় থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম এর নির্দেশে পীরগঞ্জ থানার এস.আই আব্দুল হালিম, এস.আই রতন, এএসআই শফিকুল ইসলাম, এএসআই শাহরিয়ার সহ সঙ্গীয় ফোর্স ওই অটো চালককে আটক করে তল্লাশী করে ২৪ কেজি গাজা উদ্ধার করেন। ওই সময় চালক নওসাদ আলীকে আটক করা সহ অটো রিক্সাটি জব্দ করা হয়। এ ব্যপারে শুক্রবার রাতে পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies