Type Here to Get Search Results !

ফুলবাড়ীতে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার যোগদান

আফজাল হোসেন, ফুলবাড়ী, প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে গত ১৯/১০/২০২৫ইং তারিখে ছামিউল ইসলাম যোগদান করেন। এর পর গত ২০ অক্টোবর সোমবার পৌরসভার নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন মোঃ ছামিউল ইসলাম। গত ২০ অক্টোবর ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড এবং ফুলবাড়ী পৌরসভার প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্ব গ্রহণ করেন তিনি। গত সোমবার দুপুর ১২ টায় তিনি পৌরসভায় এসে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসাহাক আলী এবং ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. লুৎফুল হুদা চৌধুরী লিমনসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। নবাগত প্রশাসক মো. ছামিউল ইসলাম এর আগে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ৪০ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হন। তার জন্মস্থান কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়। উল্লেখ্য যে, নবাগত প্রশাসক মো. ছামিউল ইসলাম বিদায়ী পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর স্থলাভিষিক্ত হন। গতকাল মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পর ভূমি অফিসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies