Type Here to Get Search Results !

সবাইকে সজাগ থাকতে হবে রংপুর রেঞ্জের ডিআইজি

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয় সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এই দেশে সংখ্যালঘু শব্দটি হীনমন্যতা তৈরি করে। এই দেশে আমাদের সবার। সকল সম্প্রদায়ের সবার সমান অধিকার। এখানে সংবিধানে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, বিগত ১৬ বছর যারা দেশে জগদল পাথরের মত ফ্যাসিস্ট হিসেবে বসে ছিলেন তারা ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলার বোদা উপজেলা সদরের শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতন সম্প্রদায়ের ভক্ত পূজারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশ ধর্মীয় সংস্কৃতির দেশ, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের সৌহাদ্যপূর্ণ পরিবেশের যার যার ধর্ম পালন করে। সনাতন সম্প্রদায়ের মানুষ সহ তরুণ প্রজন্মকে অশুর বোধের মত যেন কোন অনাচার অবিচার মব সংস্কৃতি রোধে নাগরিক অধিকার আদায়ের সোচ্চার থাকতে হবে। এ সময় ডিআইজির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পুলিশ সুপার মো, মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাকমা,বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন, বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা,সনাতন ধর্মের ভক্ত পূজারী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ডিআইজি আমিনুল ইসলাম জেলা দেবীগঞ্জে এবং পরে পঞ্চগড় সদরের বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies