Type Here to Get Search Results !

খানসামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- উদযাপন

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : " সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ" স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এসময় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেন হোসেন, খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আবু সায়েম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকান্ড ও দূর্যোগে প্রতিরোধ ও উদ্ধারকাজের উপর সচেতনতামূলক মহড়া দেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies