Type Here to Get Search Results !

বিরামপুরে কৃষকের ধানক্ষেতে বিষ স্প্রে থানায় অভিযোগ

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বিরামপুরে এক কৃষকের ধানক্ষেতে বিষ স্প্রে করে প্রায় ৪ বিঘা জমির ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ সিরাজুল ইসলাম (৫৪) বিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, পশ্চিম বৈদাহার মৌজার ১৩৩ শতক জমিতে তিনি ধান চাষ করেন। গত ৭ অক্টোবর ভোরে কিছু ব্যক্তি বে-আইনি জনতা দলবদ্ধ হয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করে ধানক্ষেতে বনমারা বিষ স্প্রে করে। পরে সকালে গিয়ে তিনি দেখতে পান, জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে তার আনুমানিক এক লাখ বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক সিরাজুল ইসলাম। অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় মোঃ আরিফুল ইসলাম (৩২) ও অজ্ঞাতনামা কয়েকজন তার জমিতে বিষ প্রয়োগ করে। এ সময় বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, কৃষকের ধানক্ষেতে বিষ স্প্রে করে জমির ধান নষ্ট করা হয়েছে কিনা জানতে চাইলে বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। কৃষি অফিসের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতির প্রকৃত কারণ ও পরিমাণ নিরূপণ করা হবে। স্থানীয়রা জানান, সিরাজুল ইসলাম এর সাথে ওই এলাকায় দীর্ঘদিন ধরে ৫০ শতক জমি নিয়ে বিরোধ চলছে। একারণে কয়েক বছর ধরেই কে বা কাহারা ঐ জমির ধান নষ্ট করে দেয়। এব্যাপারে জমির মালিক সিরাজুল ইসলাম কয়েকবার থানায় অভিযোগ দিলেও কোন লাভ হয়নি। এবার তাঁর এই ১৩৩ শতক জমির ধান নষ্টের অভিযোগের ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে আয়নীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে দুর্বৃত্তরা এভাবে কৃষকদের ক্ষতি করেই চলবে।এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies