Type Here to Get Search Results !

পলাশবাড়ীতে মিতু এমব্রয়ডারি পল্লী পরিদর্শন করেন গাইবান্ধা জেলা প্রশাসক

ছাদেকুল ইসলাম রুবেল, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে মিতু এমব্রয়ডারি পল্লী ও ব্যাগ পল্লী পরিদর্শন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ । জেলা প্রশাসক মিতু এমব্রয়ডারি পল্লীর নারীদের সঙ্গে কথা বলেন। গাইবান্ধায় সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় সূজিত পণ্য ভিত্তিক পল্লী পলাশবাড়ী পৌরসভার নুনিয়াগাড়ী গ্রামে অবস্থিত সফল নারী উদ্যোক্তা মিতুর এমব্রয়ডারি পল্লী ও বরিশাল ইউনিয়নের সাধিনার ব্যাগ পল্লী পরিদর্শন করেন বৃহস্পতিবার (৯অক্টোবর )বিকেলে। এসময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এর সহধর্মিনী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাইবান্ধা উপ-পরিচালক বিআরডিবি মোঃ রেজাউল করিম,উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। সফল উদ্েযাক্তা মিতুর এ মিনি গার্মেন্টসে নারীদের নিপুণ হাতের হস্ত শিল্পের কাজ দেখে অনেক প্রশংসা করেন। উল্লেখ্য,সফল উদ্েযাক্তা মিতুর এই নুনিয়াগাড়ী এমব্রয়ডারি পল্লীতে নিয়মিত ৩ হাজার নারী কাজ করেন। আর এ কাজগুলো অর্ডার আসে আড়ংসহ দেশের বড় বড় নামকরা প্রতিষ্ঠান থেকে। এই মিনি গার্মেন্টস এর একেকজন নারী শ্রমিক পান মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা। এদেরকে প্রশিক্ষণ ও ঋণ দিয়ে তৈরী করেছেন উপজেলা বিআরডিবি।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies