Type Here to Get Search Results !

বিরামপুরে স্কুল মাঠ দখলমুক্তির দাবিতে মানববন্ধন,

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : দিনাজপুরের বিরামপুর উপজেলার নটকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে খানপুর ইউনিয়নের নটকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক জামাল হোসেন, এলাকাবাসী মানিক উদ্দিন, মামুন কবির, তৈহুরুল ইসলামসহ অনেকে। তারা বলেন, বন বিভাগের খালি জায়গায় দীর্ঘদিন ধরে এলাকার শিশু-কিশোররা খেলাধুলা করে আসছিল। এক পর্যায়ে জমিটি মাঠে পরিণত হলেও স্থানীয় কিছু অসাধু ব্যক্তি মাঠটি অবৈধভাবে দখলের চেষ্টা করছে। মানববন্ধনের পর নটকুমারী একতা যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রায় ১০-১২ বছর আগে তৎকালীন ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী মাঠটির সীমানা নির্ধারণ করে দেন। এরপর থেকে গ্রামীণ ছেলেরা নিয়মিত খেলাধুলা করে আসছিল। কিন্তু স্থানীয় কয়েকটি পরিবার মাঠ দখলের চেষ্টা করে। তারা মাঠে কাঁঠাল, আম ও ইউক্যালিপটাস গাছ রোপণ করে এবং গাছ কাটতে বাধা দেয়। এমনকি মাঠের পাশে বসতবাড়ি থাকায় মাঠের ভেতরে তার বাড়ির প্রাচীর নির্মাণ করে দখল বিস্তার করেন।
অভিযোগে আরও বলা হয়, গাছের ডাল কেটে খেলাধুলার উপযোগী করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস হলেও তারা সমাধানে আসেনি। এ ঘটনায় নটকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীসহ এলাকাবাসী স্বাক্ষ্য দিয়েছেন। এলাকাবাসী ও যুব সমাজের দাবি, দ্রুত তদন্ত করে মাঠটি দখলমুক্ত করে বিদ্যালয় ও গ্রামের শিশু-কিশোরদের জন্য খেলাধুলার পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies