Type Here to Get Search Results !

খানসামায় কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ

এস. এম. রকি, খানসামা (দিনাজপুর):প্রতিনিধি : ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার নাসিব আহমেদ খান ও মো: আল-মুক্তাদিরসহ কৃষকরা। এদিন প্রত্যেক কৃষককে বারি মাসকলাই-৩ জাতের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies