Type Here to Get Search Results !

সামাজিক ফান্ড ফুলবাড়ী ৪র্থ প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠিত

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় “সামাজিক ফান্ড ফুলবাড়ী”র চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়। গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে সামাজিক ফান্ড ফুলবাড়ীর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ফুলবাড়ী সমাজ সেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের অব:প্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অবিনাস চন্দ্র রায়, প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস আকন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সামাজিক ফান্ড ফুলবাড়ীর মোঃ সদরুল ইসলাম শিমু, মোছাঃ শামিমা আক্তার সুমি, মোঃ নুরুন্নবি রানা, মোঃ আজমল হাসান সজল, মোঃ রুবেল হোসেন, জহুরুল হক, সারোয়ার আলম, মোঃ রনি, মোঃ মুরাদ, মোঃ সোহেল রানা। আলোচনা সভা শেষে অসহায়দের মাঝে অনুদান প্রদান করেন। ২০২১ সালে কোভিড-১৯ সময় মাত্র ৭ জন সামাজিক ফান্ড ফুলবাড়ীর কার্যক্রম শুরু করেন। এখন সামাজিক ফান্ড ফুলবাড়ীর ৫১ জন সদস্য। এভাবে বে-সরকারি সামাজিক ফান্ড ফুলবাড়ী পরিচালনা করা হচ্ছে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে সামাজিক ফান্ড ফুলবাড়ীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়। এ সময় সামাজিক ফান্ড ফুলবাড়ী সদস্য সহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies