Type Here to Get Search Results !

পার্বতীপুরে শতবর্ষী বৃদ্ধাকে উচ্ছেদের অভিযোগ


মজনু হক সরকার : দিনাজপুরের পার্বতীপুরে ২নং মনন্মথপুর ইউনিয়নের চৌকিদারপাড়ার মৃত এসহাক আলীর স্ত্রী,আছরা বেওয়া,০১/০৯/২০২৫ তারিখ দিবাগত মধ্যরাতে ছেলর বউ পুলিশের সহায়তায় ওই বৃদ্ধাকে ঘর থেকে বের করে দিয়েছে। তাঁর কাপড়চোপড়, খাট, আনলা টেরাংক ও হাঁড়িপাতিলসহ সবকিছু বাড়ির বাইরে ফেলে রাখা হয়। এরপর থেকে তিনি ঝড়বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে মানবেতর রাত দিন পার করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির জায়গাটি প্রথমে ওই বৃদ্ধা মহিলার মেয়ের নামে ছিল। পরে তিনি তার ভাইকে হেবা দলিল করে দেন, শর্ত ছিল ভাই তার মায়ের দেখভাল করবেন। ভাই মারা গেলে তার স্ত্রীর দাবি স্বামী মৃত্যুর আগে বাড়িসহ জমি তাঁর নামে লিখে দিয়েছেন। পরবর্তীতে তিনি সেই জমি আরেক ব্যক্তির কাছে বিক্রি করে দেন।এলাকাবাসীর অভিযোগ রাত আনুমানিক আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয়। তবে বিষয়টি অস্বীকার করেছেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মানুন। তিনি বলেন, “৯৯৯ নম্বর থেকে কল আসলে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বিষয়টি আমি জানি। তবে পুলিশ কেন কাউকে বাড়ি থেকে বের করে দেবে! এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদ্দাম হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির ব্যবস্থা নেওয়ার কথা যানান।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies