ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুর রাজবাড়ী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেছেন, সারা দেশে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও কোস্টগার্ড সমন্বিতভাবে কাজ করছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে র্যাব মহাপরিচালক জানান, সারাদেশে প্রায় ৩১ হাজার ৫২৬টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর শুভ ষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে। প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক পাহারা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আমাদের দেশে দুর্গাপূজা, ঈদ, বড়দিনসহ সব ধর্মীয় উৎসব সবসময় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এবারও সেই ঐতিহ্য বজায় থাকবে বলে আমরা আশাবাদী।
তবে কিছু অসুস্থ মানসিকতার মানুষ গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে ১৪-১৫টি বিচ্ছিন্ন ঘটনার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা নিয়েও সতর্ক অবস্থানে আছে র্যাব।
আমরা মনে করি না কোনো রাজনৈতিক দলের লোক এ ধরনের কাজে জড়িত আছে। যারা দেশের শান্তি চায় না তারাই এসব করে থাকে, এ কথা উল্লেখ করে তিনি প্রতিটি মণ্ডপে টহল টিম আরও জোরদার করার আশ্বাস দেন।