Type Here to Get Search Results !

ক্ষতিকর বালাই দমনে খানসামা উপজেলায় সোচ্চার কৃষি বিভাগ ও কৃষক

এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : ধানের ক্ষেতে ক্ষতিকর পোকার উপস্থিতি সনাক্ত ও দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দিনাজপুরের খানসামা উপজেলায় ১৮ টি ব্লকে শুরু হয়েছে আলোক ফাঁদ কার্যক্রম। পরিবেশবান্ধব ও স্বল্প ব্যয়ী এ প্রযুক্তির মাধ্যমে কৃষকরা সহজেই পোকার উপস্থিতি চিহ্নিত করে দমন করতে পারছেন। ফলে উৎপাদন ব্যয় কমছে এবং ভালো ফলনের সম্ভাবনা বাড়ছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসিব আহমেদ খান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ। কৃষি বিভাগ জানায়, উপজেলায় ১৩ হাজার ৭৬০ হেক্টর জমিতে রোপা আমন রোপণ সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ, পার্চিং, জৈব বালাইনাশক ও ফেরোমন ফাঁদ ব্যবহারসহ বিভিন্ন উদ্যোগে এ মৌসুমে ভালো ফলনের আশা করা যাচ্ছে। স্থানীয় কৃষক গোলাম রব্বানী বলেন, “আলোক ফাঁদে পোকার উপস্থিতি শনাক্ত হওয়ায় দ্রুত দমন ব্যবস্থা গ্রহণ সম্ভব হচ্ছে, ফসলের ক্ষতি কমছে।” উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার জানান, “ধান ফসল বালাই থেকে রক্ষা করতে ও কৃষক সচেতনতা বৃদ্ধিতে আলোক ফাঁদ কার্যকর ভূমিকা রাখছে। সেই লক্ষ্যে উপজেলার ১৮ টি ব্লকে একযোগে এই কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। কৃষক-কৃষাণীগণকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এবং মৌসুম চলাকালীন সময়ে ১৮ টি ব্লকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।”
বিভাগ

Top Post Ad

Hollywood Movies