Type Here to Get Search Results !

পঞ্চগড়ে ট্রাক্টর মেলা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : প্রযুক্তিনির্ভর কৃষির অগ্রযাত্রায় উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী ট্রাক্টর মেলা। মেলার আয়োজন করে এসিআই মটরস। শনিবার (২০ সেপ্টেম্বর) তেঁতুলিয়ার ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলার ফিতা কেটে এবং পায়রা উড়িয়ে শুভ সূচনা করেন এসিআই মটরসের পরিচালক আজম আলী। পরে তিনি মেলা প্রাঙ্গণে থাকা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিক্রিত ১১টি ট্রাক্টরের চাবি নতুন উদ্যোক্তাদের হাতে তুলে দেন। এদিকে আয়োজিত এক বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের মতামত শোনেন তিনি। সেখানে সোনালীকা ট্রাক্টর শুধু কৃষি উন্নয়নের অংশ নয়, বরং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমও সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করে প্রধান অতিথি। মেলায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলার সোনালীকা ট্রাক্টরের ডিলার এবং ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দীন, গুড্ডু মটরসের ডিলার আহসান হাবিব পাপ্পু, এসিআই মটরসের ডেপুটি রিজিওনাল ম্যানেজার তোতা মিঞা এবং ডেপুটি এরিয়া ম্যানেজার তাজমিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। মেলায় অংশগ্রহণকারীদের জন্য রাখা হয় ট্রাক্টরের ফ্রি সার্ভিসিং সুবিধা, পাশাপাশি দিনভর চলে নানা প্রতিযোগিতা ও বিনোদনমূলক আয়োজন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies