Type Here to Get Search Results !

১১২ মণ্ডপে চলছে প্রস্তুতি

খা‌লেক পার‌ভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : শরৎ ঋতুর শরৎ ঋতুর অববাহিকায় মা আসছেন বাংলার উৎসব মুখর প্রতিটি পূজা অঙ্গনে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দেবীর আশীর্বাদ পাওয়ার আশায় সনাতন ধর্মাবলম্বী প্রতিটি মানুষ প্রতিক্ষায় থাকেন পূজার এই শুভ লগ্নের। শাস্ত্রীয়মতে, জগতের মঙ্গল কামনায় এ বছর মা দুর্গা গজে চড়ে মর্ত্যলোকে আসছেন শান্তির বার্তা নিয়ে। মা দুর্গা শ্বশুরবাড়ি কৈলাস থেকে বছরে একবার কন্যা রূপে পিত্রালয়ে বেড়াতে আসেন। ভক্তরা মনে করেন অশুভ শক্তির বিনাশে সৃষ্টি হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত অশুভ অশুর বিনাশী দেবী দুর্গা। আগামী ২৮ সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং আগামী ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এ বছর ১১২টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। উলিপুর পৌরএলাকা ও আশপাশের একাধিক পূজা মণ্ডপে সরজমিনে গিয়ে দেখা যায়, দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে প্রতিমায় শিল্পীর শৈল্পিক কারুকাজে মনোমুগ্ধকর করে সজ্জিত করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। উপজেলার গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট কাঁঠালবাড়ি এলাকার প্রতিমা কারিগর শ্রী পুলিন চন্দ্র মহন্ত বলেন, প্রাথমিক পর্যায়ে খড় ও মাটির কাজ শেষ করেছি, এখন মাটির ফিনিশিং ও রংতুলির কাজ হচ্ছে। আর এসব প্রতিমা তৈরীতে আমাদের দম ফেলার ফুসরত নেই। দেবী মা দুর্গা তার সাথে বিদ্যার দেবী স্বরসতী, ধন সম্পদের দেবী লক্ষী এবং দেব সেনাপতি কার্তিক ও গনেশসহ নানা দেব-দেবীর প্রতিমার রূপকে ফুটিয়ে তুলবো নিপুন হাতের ছোঁয়ায়। তিনি আরও বলেন, এবছর ৮টি মন্দিরে প্রতিমা তৈরীর কাজ ধরেছি। ভিন্ন ভিন্ন চুক্তিতে ৪ জন মিলে প্রতিমা তৈরি করছি। প্রতিটি প্রতিমা প্রতি সর্বোচ্চ ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত মজুরি নেয়া হচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বাজারে চাহিদার তুলায় মজুরি কম পেলেও কাজ করতেই হবে। গ্রামের একাদিক মৃতশিল্পীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের পূর্ব পুরুষরাও এ পেশায় নিয়োজিত ছিলেন। এরই ধারাবাহিকতায় তারাও এ পেশা বেছে নিয়েছেন। উপজেলা সর্বজনীন দুর্গাপূজা উদযাপন ফ্রন্ট কমিটির আহ্বায়ক নয়ন কুমার রায় বলেন, উপজেলায় এবারে ১১২ টি মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের তুলনায় এবারে পুজা উদযাপন বেশি হবে ১৩টি মন্ডপে। মন্দির গুলোতে সবধরনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিল্লুর রহমান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক ভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে করে কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা না ঘটে। সে জন্য প্রতিটি ইউনিয়নে মন্দিরে মন্দিরে সার্বক্ষণিক গোয়েন্দা টিম ও পুলিশের টিম কাজ করবে। এছাড়া উৎসব চলাকালীন সময়ে প্রশাসনিক সর্বাত্মক নজরদারি রয়েছে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা জানান, উপজেলায় এবারে ১১২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে সরকারের পক্ষ থেকে পূজা উদযাপন উপলক্ষে ৫০০ কেজি করে চাল সহযোগিতা পাবেন। এছাড়া প্রতিটি মন্ডপে সর্বাত্মক প্রশাসনের নজরদারি থাকবে। যাতে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা না ঘটে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies