শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ ভূমি অপরাধ ও প্রতিরোধ
আইনে পীরগঞ্জ উপজেলায় অনেক মানুষ সুফল পাচ্ছে। জমি জমা সংক্রান্ত মালিকানার
বিরোধ দীর্ঘদিন ধরে এ উপজেলায় চলমান রয়েছে। মারামারি, দাঙ্গা হাঙ্গামা, আইন
শৃঙ্খলার অবনতি, থানায় মামলা সহ নানা সমস্যা সমাধানের জন্যে বিভিন্ন মানুষ
ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী
ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসানের কার্যালয়ে আবেদন করেন। উপজেলা নির্বাহী
অফিসার অভিযোগ গুলো নিরপেক্ষ ভাবে সরেজমিন তদন্ত করে উভয় পক্ষের সকল প্রকার
মালিকানা কাগজপত্র পর্যালোচনা করে আদেশ দিয়ে থাকেন। অনেকেই আদেশ মেনে
নিচ্ছেন এবং সুফল পাচ্ছেন। সোমবার ৩নং খনগাঁও ইউনিয়নের ঝড়– চন্দ্র ও পুতুল
চন্দ্র রায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমি সংক্রান্ত অভিযোগ করে
সুফল পেয়েছেন বলে এ প্রতিনিধিকে জনায়। এ ধারবাহিকতা অব্যাহত থাকলে
আদালতে জমি জমার মামলার জোট কমতে পারে বলে সোমবার ঠাকুরগাঁও জেলা
আইনজীবি সমিতির সভাপতি সিনিয়র এডভোকেট মোহাঃ জয়নাল আবেদীন
মতামত ব্যক্ত করেন।