আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের কাহারোল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কাহারোল উপজেলা শাখার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিএনপি'র নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় কাহারোল উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলার সকল মন্দিরের নির্বাহী কমিটির সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা হিন্দু বৌদ্ধ খৃিষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক বাবু নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি ও দিনাজপুর-১ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ন সাধারন সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহ-কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক শামিম আলি, দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন রাজা প্রমূখ।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বাবু নিরোদ চন্দ্র রায়।