ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা :গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ। কলেজটির উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার ইতিহাসে সূচিত হলো এক গৌরবময় অধ্যায়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কামারজানী বন্দরের প্রাণকেন্দ্রে গোঘাট কলেজ রোডে কলেজ মিলনায়তনে নানা আয়োজনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ মোনাজাত। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও সামাজিক ব্যক্তিত্বরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ওস্তাদ আইয়ুব আলী সরকার। মূখ্য আলোচক ছিলেন অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জহুরুল হক, কামারজানী ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, মালিবাড়ী ইউপি চেয়ারম্যান সোয়েব মো. রাসেল, প্রবীণ শিক্ষক অমূল্য চন্দ্র সাহা ও তপন কুমার সাহা।
এছাড়া বক্তব্য রাখেন, কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মো. কামরুজ্জামান মণ্ডল, কামারজানী ইউনিয়ন বিএনপি সভাপতি শাহজামাল হোসেন, সাবেক ইউপি সদস্য আবু তালেব আকন্দ, সংগীত অনুরাগী আব্দুল মালেক সরকার, কলেজের প্রভাষক শাহিন মিয়া, হামিদুল ইসলাম, রুমকি আক্তার এবং ছাত্রনেতা রুহুল আমিনসহ অনেকে।
বক্তারা বলেন, দুর্গম চরাঞ্চলসহ অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের জন্য এ কলেজ হবে এক নতুন দিগন্ত। এর মাধ্যমে স্থানীয় শিক্ষার ইতিহাসে সূচিত হলো গৌরবময় অধ্যায়, যা পুরো এলাকার জন্য একটি গর্বের অর্জন।
কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, 'এই কলেজ হবে সুশিক্ষার নতুন ঠিকানা। নৈতিকতা, সুস্থ চেতনা ও পূর্ণ বিকাশের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের গড়ে তুলতে চাই। মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থীরা এখানেই পড়াশোনার সুযোগ পাবে।'
গভর্ণিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি এম সাদ্দাম হোসেন পবন জানান, গত ৭ সেপ্টেম্বর থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
তিনি বলেন, 'স্বল্প সময়ে কলেজটি আধুনিক সুযোগ-সুবিধা, শিক্ষার মান ও অভিজ্ঞ শিক্ষকদের আন্তরিকতায় একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা আশা করি, এ অঞ্চলের শিক্ষার্থীদের প্রথম পছন্দ হবে সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ।'