Type Here to Get Search Results !

কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়নে ইন্টারফেইজ সভা

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাওয়ে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে অংশগ্রহণমূলক উন্নয়ন, কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) টিম এর আয়োজনে মঙ্গলবার দুপুরে ঠাকুরগাও সোনার বাংলা রিসোর্টের কনফারেন্স রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ বি এম সায়েদুজ্জামান, গড়েয়া ইউনিয়ন চেয়ারম্যান বেলাল হোসেন, ওয়ার্ল্ড ভিশনের রিয়েক্টস ইন প্রোজেক্টের প্রোজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার, প্রোজেক্ট কর্মকর্তা সৈয়দ আহম্মেদ প্রমুখ। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বালক, বালিকা, মসজিদের ইমাম, কমিউনিটি ক্লিনিকের সেবা গ্রহিতা ও সেবা দাতারা অংশগ্রহণ করেন। এ সভায় কমিউনিটি ক্লিনিকের নানা সমস্যা ও তার সমাধান, কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়ন, জরুরি সেবা ও আপদকালীন সেবার নানা দিক নিয়ে আলোকপাত করা হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies