Type Here to Get Search Results !

উলিপুরে পোনা মাছ অবমুক্তকরণ

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : উলিপুরে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় কাচারি পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২১আগস্ট সকাল ১১ টায় উলিপুর উপজেলার কাছারি পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কাযক্রম উদ্ভোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মুক্তাদির খান ও উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা।অবমুক্তকরণ কাযক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার জনাব মোছাঃ আফরোজা পারভীন রিফা, উপজেলা সমবায় অফিসার এ কে এম মাসুদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব আব্দুল কাদের, খামার ব্যবস্থাপাক কাজী আজাদুর রহমান কুড়িগ্রাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার,মসজিদুল হুদার সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়িক মোঃ দেলোয়ার হোসেন, সহকারি মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম ও ক্ষেত্র সহকারী ‌মোঃ একরামুল হক প্রমুখ।
পরে ১৬ টি জলাভূমি/বর্ষাপ্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৪৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয় ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies