Type Here to Get Search Results !

উ‌লিপু‌রে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে মাদক ও জুয়া থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় জনগণকে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। উপজেলা নির্বাহী অফিসার উলিপুর থানার প্রতিটি ইউনিয়নে চুরি-ছিনতাইসহ সকল প্রকারের অপরাধ দমনে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হওয়ার আহবান জানিয়েছেন। তিনি তরুণ প্রজন্ম ও যুবসমাজের চরিত্র রক্ষায় মাদকদ্রব্য বিক্রি ও সেবন অনলাইন জুয়াসহ সকল রকমের জুয়া খেলা প্রতিরোধে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সামাজিকভাবে এগিয়ে আসার আহবান জানান। রবিবার(৩১শে আগস্ট) সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে উলিপুর উপজেলা আইন-শৃংখলা কমিটির সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন । এ সময় উপস্হিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন , উপ‌জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার সাহা, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান , এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ও উলিপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান শাহীন, সাংবাদিক খালেক পারভেজ লালু, উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটন,বন কর্মকর্তা ফজলুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদের, ধরনী বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শাহাজাহান আলী,পান্ডুল ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন,সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, মাদক ব্যাবসা ও সেবন নির্মুলে পুলিশি অভিযান অব্যাহত আছে, সকলের সহযোগিতা কামনা করছি। সভায় বক্তারা বলেন,উলিপুর পোস্ট অফিস মোড় থেকে আমিন মোড় পর্যন্ত সড়কের প্রতিটি ফুটপাত দখলমুক্ত রাখার আহবান জানিয়ে ,বিশেষ করে সড়কের যানজট দূরীকরণে এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভাসমান হকারদের কবল থেকে সড়কটি পরিচ্ছন্ন রাখতে হবে। অবৈধভাবে রাস্তার উপর ইস্তুপকৃত আকারে মালামাল রেখে দেয়ায় বাসটার্মিনাল পর্যন্ত যাতায়াতে যাত্রী সাধারণকে দূর্ভোগ পোহাতে হয়।এ ব্যাপারে দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies