Type Here to Get Search Results !

বিরামপুরে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : দিনাজপুরের বিরামপুর উপজেলার জগোদিশপুর হতে জোতমাধব হয়ে নাওয়াডাঙ্গা পর্যন্ত প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। অতিবৃষ্টি কিংবা সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে তৈরি হচ্ছে কাদা ও বড় বড় গর্ত।
এর ফলে অতি প্রয়োজনীয় যানবাহন যেমন মেসি, ট্রাক্টর, টলি, অটোসহ সাধারণ মানুষের চলাচল একেবারেই দুঃসাধ্য হয়ে পড়েছে। অত্র রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকেন। এই এলাকায় রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি বালিকা হাফেজিয়া মাদ্রাসা এবং দুটি বালক হাফেজিয়া মাদ্রাসা।
এছাড়াও এলাকাবাসীর আধ্যাত্মিক ও সামাজিক ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়ানো আলোচিত "গিলাগাছ" দর্শনেও প্রতিদিন শত শত মানুষ ভিড় করেন। ফলে রাস্তাটি সংস্কার না থাকায় স্থানীয় জনগণ কার্যত বন্দী জীবনে দিন কাটাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, জগোদিশপুর থেকে জোতমাধব পর্যন্ত প্রায় ৪.৭৭ কিলোমিটার সড়কটি পাকা করার প্রকল্পে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজটি শুরু করা হয়েছে জোতবানী এলাকা থেকে। এতে জগোদিশপুরসহ আশপাশের বৃহত্তর জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত হয়েছে।
মানবিক বিপর্যয় থেকে রক্ষা পেতে এবং ন্যূনতম চলাচল উপযোগী রাস্তা পেতে এলাকাবাসী সোমবার (১৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন- আলমগীর কিবরিয়া, আহসান হাবীব, রায়হান কবির, সাহাবুল ইসলাম, রেজওয়ান কবির, আবু হায়াত, হাবিবুর রহমান (ইউপি সদস্য), হাসেম রেজা ও জাকির হোসেন মন্ডল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বলেন, “এলাকাবাসীর স্মারকলিপি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। রাস্তা সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে।”
বিভাগ

Top Post Ad

Hollywood Movies