আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলাতেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় বর্ণাঢ্য একটি রেলি বের হয়।পরবর্তীতে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ অনেকেই।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই মাছ চাষ ও অভয়াশ্রম সৃষ্টির মাধ্যমে মাছের উৎপাদন আরও বৃদ্ধি সম্ভব হবে।
উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ময়ূরাক্ষী পুকুরে প্রায় ২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
একই সময়ে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৩ জন মৎস্য চাষীকে পদক প্রদান করা হয়।
এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মৎস্যচাষি ও সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, বিরামপুর, দিনাজপুরের আয়োজনে সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে আগামী ২৪ আগস্ট ২০২৫ খ্রি. পর্যন্ত। এ সময় মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রচার, পোনা অবমুক্তকরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।