আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন বাংলাদেশ জামায়াত মব জাস্টিসে বিশ্বাস করে না
শনিবার দুপুর ১২টায় তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় চোর সন্দেহে গনপিটুনির শিকার হয়ে নিহত ভ্যানচালক রুপলালের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে স্বাক্ষাৎ করেন ও রুপলালের পরিবারকে গভীর সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় এটিএম আজহারুল ইসলাম বলেন, আমরা সবাই মানুষ। সবই আমরা এক আল্লাহর সৃষ্টি কিন্তু সৃষ্টির সেরা জীব হয়ে কিভাবে মানুষ মানুষকে পিটিয়ে মারতে পারে ? আইন নিজ হাতে তুলে নেয়ার অধিকার কারও হাতে নেই।
এটিএম আজহার রুপলালের মেয়ে নুপুরের বিয়েতে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এবং নগদ অর্থ প্রদান করেন।
এরআগে সকাল সাড়ে ৯টায় তিনি উপজেলার ঘনিরামপুর ঝাকুয়া পাড়ায় জামায়াতের সাবেক উপজেলা আমির মাহবুবুর রহমান বাবুলের কবর জিয়ারত করেন। এরপর ঘনিরামপুর ভাঙ্গা মসজিদে সর্বস্তরের মুসলিম জনতার সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন।
এরপর বিকেলে হাড়িয়াকুঠি ইউনিয়নে মহিলা সমাবেশে ও সন্ধায় সয়ার ইউনিয়নের বুড়ির হাটে কর্মী সমাবেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে ।