ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : উত্তরাঞ্চলের সর্বাধিক পঠিত ও সমাদৃত দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছর পূর্তি উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে জমকালো অনুষ্ঠানে পালিত হয়।
দেশের বহুল আলোচিত দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে ১২ আগষ্ট মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী প্রেসক্লাবে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে দৈনিক করতোয়া পত্রিকার পলাশবাড়ী প্রতিনিধি ছাদেকুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক হাসিবুর রহমান স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাক্তার মইনুল হাসান সাদিক বলেন,বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে সাংবাদিক পেশাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পেশা।
সত্য প্রকাশে সাংবাদিকরা যখন গণমাধ্যমের সংবাদ প্রচার প্রচারণা করেন তখন সাংবাদিকদের ঝুঁকির মধ্যে থাকতে হয়। কখনো রাজনৈতিক ঝুঁকি কখনো প্রশাসনিক ঝুঁকি নানা ধরনের ঝুঁকিপূর্ণর মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। এরপরেও সাংবাদিকরা নানান প্রতিকূলতার মধ্য দিয়ে সাহসের সহিত সমাজে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও অসংহতি তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
যে সাহস রাজনীতিবিদরা পায় না সেই সাহসীকতার মাধ্যমে সাংবাদিকরা দায়িত্ব পালন করেন সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পক্ষ থেকে সাংবাদিকদের অসংখ্য ধন্যবাদ জানাই।
বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সর্বপ্রথম উন্মোচিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের ভুলে গেলে চলবে না তৎকালীন সময়ে যখন বাংলাদেশে সরকারিভাবে পরিচালিত চারটি সংবাদপত্র ছাড়া বাকি সমস্ত সংবাদপত্রগুলো বন্ধ করে দেয়া হয়েছিলো শহীদ জিয়াই তখন সমস্ত পত্রিকা গুলোর সূচনা করেছিলেন।
এরপর বাংলাদেশে বিটিভি ছাড়া বাকি অসংখ্য চ্যানেল গুলো বেগম খালেদা জিয়ার আমলে সূচনা হয়েছে বর্তমান সময়ে অনেকটা বিকাশিত হয়েছে। দল মত নির্বিশেষে সকল সাংবাদিক ঐক্যবদ্ধ থাকলে সাংবাদিকদের কেউ ক্ষতি করার সাহস পাবে না। বর্তমান সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের প্রয়োজন আর সেজন্য অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন আছে। সাংবাদিক হওয়াটা খুব সোজা কিন্তু এর দায়িত্ব পালন করাটা খুবই কঠিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার,পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু আলা মওদুদ,পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশফেকর রহমান রিপন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা বৈদেশিক বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ,পলাশবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনজু প্রধান, আজাহার আলী, পৌর বিএনপির সহ সভাপতি আজাদুল আকন্দ, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমোমদ, সদস্য সচিব সাগর সরকার মিনু, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব দুলাল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সুমন রাজু সরকার,পৌর ছাত্রদলের সদস্য সচিব পায়েল,সরকারী কলেজ শাখার ছাত্র দলের সাধারন সম্পাদক রায়হান, প্রেসক্লাব সাধারন সম্পাদক পাপুল সরকার,সাবেক সহ-সভাপতি সাংবাদিক ফেরদাউস,খবরবাড়ী ২৪ ডটকমের সম্পাদক মশফিকুর রহমান মিল্টন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম পাতা, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু,সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম,ফেরদাউস মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ,রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক সিরাজুল শেখ,বাংলাদেশ প্রেসক্লাবরে সভাপতি আমিনুর কবির,সাংবাদিক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপস্থিত ছিলেন,প্রেসক্লাব সহ সভাপতি আশরাফুজ্জামন,সহিত্য বিষয়ক সম্পাদক বিদুষ, রিপোটার্স ইউনিটির সহ সভাপতি মিলন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,সাংবাদিক মোমিনুর রসিদ সাগর, নুর মহব্বত, ফারুক, লিমন রাজ্জাক,শহিদুল,সোহেল রানা,আবেদুর রহমান সবুজ,আশরাফুল,লিক্সন প্রমুখ।
উপস্থিতি সকল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মাধ্যমে দৈনিক করতোয়া পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।