Type Here to Get Search Results !

বিরামপুরে যুব দিবস উদযাপন

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : “প্রগতি নির্ভর যুবশক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শপথ বাক্য পাঠ এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। সভাপতিত্ব ও শপথ পাঠ করান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ, এইচ, এম, তৌহিদুল্লাহ,বিরামপুর থানার উপপরিদর্শক মোঃ দুলু মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, দক্ষতা, সৃজনশীলতা ও উদ্যমী মানসিকতা দিয়ে তরুণরা দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
এ সময় নারী অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন নারীদের এমন উপস্থিতিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষে মুকুন্দপুর ইউনিয়নের ভবানীপুর মুন্সীপাড়া গ্রামের মোঃ আতিয়ার রহমানকে ইলেকট্রনিক ও হাউজ ওয়ারিং ব্যবসা সম্প্রসারণের জন্য ৬০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়।
ঋণ পেয়ে উদ্যোক্তা মোঃ আতিয়ার রহমান বলেন, “এই ঋণ আমার ব্যবসা এগিয়ে নিতে সহায়ক হবে। সরকারের এই উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে অনুপ্রাণিত করছে। আমি চেষ্টা করব এ অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে ব্যবসা বড় করতে।”
বিভাগ

Top Post Ad

Hollywood Movies