খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এই শ্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় যুব দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
(১২আগস্ট) সকাল ১১ টায়উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে , উপজেলা পরিষদ চত্বরে ,বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা, বৃক্ষ রোপণ, সফল আত্মকর্মীকে ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভায় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মন্জুরুল আলম এর সঞ্চালনায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান শাহ্ এর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা ,সফল আত্নকর্মীর শারমিন আক্তার, এনজিও প্রতিনিধি গোলাম মাহবুব প্রমূখ।