আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : রংপুরের বদরগঞ্জে একই পরিবারের ৫জন সদস্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেছেন।
সোমবার রংপুরের একটি মসজিদের পেশ ইমামের সামনে কালেমা পড়ে
ইসলাম ধর্ম গ্রহনের পর তারা সকলে জোহরের নামাজ আদায় করেন।
এঘটনায়
সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গুগলে ও ভুগলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বদরগঞ্জ পৌরশহরের চাঁদকুঠির ডাঙ্গা মহল্লার একটি হিন্দু পরিবারের
তিন ছেলে শ্রী গনেশ কুমার দাস, রঞ্জন কুমার দাস, সাজন কুমার দাস ও তাদের
বাবা রিশান কুমার দাস, মাতা রানী কুমারী দাস ইসলাম ধর্মের প্রতি আনুগত্য
স্বীকার করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেন।
সোমবার ধর্মান্তরিত
হওয়ার পর বর্তমানে তাদের তিন ভাইয়ের নাম রাখা হয় পর্যায়ক্রমে মোঃ আব্দুল্লাহ,
মোঃ ফুজাইল নুয়াজ, মোঃ সাইফুল্লা সাইফ ও তাদের বাবার নাম মোঃ আয়ান
আহম্মেদ এবং মায়ের নাম বুলবুলী বেগম রাখা হয়।
এবিষয়ে ফুজাইল নুয়াজ
(পুর্বের নাম রঞ্জন কুমার দাস) সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘদিন ধরে ইসলাম
ধর্মাবলম্বীর প্রধান গ্রন্থ কুরআন শরীফ সহ বিভিন্ন হাদিসের মাধ্যমে ধর্মীয়
জ্ঞান আহরন করে এই ধর্মের প্রতি আকৃষ্ট হই। তিনি আরো বলেন, আমরা বুঝতে
পেরেছি এই ধর্মগ্রহন করা ছাড়া আর কোন পথ নেই। ইসলাম ধর্মই একমাত্র
মুক্তির পথ। তাই কালেমা পড়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহনপুর্বক আজ থেকে নব
মুসলিমের খাতায় নাম লেখিয়েছি।
এরপর আমরা রংপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে
এফিডেভিট করে দেশের প্রচলিত আইনের বৈধ্যতা নিশ্চিত করবো। আপনারা সকলে
আমাদের জন্য দোয়া করবেন।
এদিকে একই পরিবারের ৫জন সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহনের
মধ্যদিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গুগলে ও ভুগলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি
হয়েছে।