Type Here to Get Search Results !

ইনসানিয়াত বিপ্লবের মানববন্ধন

মঈনউদ্দিন : অপরাধী রাজনৈতিক গ্যাং কর্তৃক গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে এবং খুন সন্ত্রাস স্বৈরদস্যুতার হিংস্র রাজনীতি বর্জন করে মানবতার রাজনীতির আহবানে ইনসানিয়াত বিপ্লবের মানববন্ধন গাজীপুরে খুন সন্ত্রাস স্বৈরদস্যুতা ভিত্তিক বিভিন্ন অপরাধী রাজনৈতিক দলের অপরাধ তুলে ধরায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে মবসন্ত্রাস করে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানবতা রাজনীতি ভিত্তিক দল ইনসানিয়াত বিপ্লব মানববন্ধন করে।
আজ ঢাকা কেন্দ্রীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে নেতৃত্ব দেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব শেখ রায়হান রাহবার। মানববন্ধনে প্রেরিত বাণীতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত অন্যায়ের বিরুদ্ধে সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকান্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মর্মান্তিক হত্যাকান্ড সত্যের কণ্ঠ রুদ্ধ করে সমাজ ও দেশকে মানবতার বিধ্বংসী অপরাধী রাজনীতির গ্রাসে ধ্বংস করার ষড়যন্ত্র ।
দেশে চলমান ব্যাপক খুন দস্যুতা চাঁদাবাজি দুর্নীতি মবসন্ত্রাসের পিছনে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী হিংস্র সাম্প্রদায়িক স্বৈররাজনীতি ও বস্তুবাদী জাতীয়তাবাদী পাশবিক স্বৈরদস্যুতার ধারক ক্ষমতা লোভী সন্ত্রাসী রাজনৈতিক গ্যাং জড়িত উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, সব মানুষের কল্যাণে মানবতার রাজনীতি ব্যতীত কখনো জীবনের সুরক্ষা এবং নিরাপদ সমাজ ও রাষ্ট্র হবে না।
একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি মানুষকে সত্য ও মানবতার শত্রু হিংস্র পাশবিক অমানুষ বানায় উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, একক ধর্মের নামে ধর্মের শিক্ষার বিপরীত অধর্ম উগ্রবাদী একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি ও মানবতা বিধ্বংসী উগ্র বস্তুবাদি জাতীয়তাবাদি একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি ই দেশ দুনিয়ায় সকল খুন জুলুম ও মানবজীবনের সকল দুর্দশা সংকটের মূল উৎস।
আল্লামা ইমাম হায়াত বলেন, সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সব ধর্মের সব মতপথের সব মানুষের সমান নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতা মুক্ত সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি ই সকল একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির খুন-সন্ত্রাস-দস্যুতা থেকে জীবন ও রাষ্ট্রকে বাঁচানোর একমাত্র উপায় ।
আল্লামা ইমাম হায়াত বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার ও খুনী চক্রের সবার গ্রেপ্তার দাবি করেন এবং তার জন্য দয়াময় আল্লাহতাআলার মাগফেরাত ও প্রাণাধিক প্রিয়নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত কামনা করেন । জীবনের ঝুঁকি নিয়ে অপরাধী রাজনীতির চক্রের মুখোশ উন্মোচন করে সমাজ ও দেশকে রক্ষার জন্য সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মত্যাগ অনুসরণীয় দৃষ্টান্ত উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত এলাকায় তার নামে একটি সড়ক শিক্ষা প্রতিষ্ঠান নামকরণের দাবি জানান ।

Top Post Ad

Hollywood Movies