আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও বদরগঞ্জ থানা পুলিশ মাদক নিয়ন্ত্রন যৌথ অভিযানে
চল্লিশ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার
বিকেল সাড়ে তিনটায় পৌর শহরের রেলওয়ে স্টেশন এলাকার শিমুলতলা মদের ভাটিখানা এলাকায়
এঘটনা ঘটে।
থানা সুত্রে জানা যায়, দিনাজপুর বালুবাড়ী মহল্লার বাবুল ভৌমিক (৫৬) ও বদরগঞ্জ স্টেশনপাড়ার
দুলালী বেগম (৫৫) দীর্ঘ ৮-১০ বছর যাবত বদরগঞ্জ রেল স্টেশন এলাকায় মদের দোকান বসিয়ে
সেখানে দেশীয় মদ উৎপাদন ও বিপনন করে আসছে। এতে করে এলাকার যুবক সমাজ ধ্বংস হয়ে
যাচ্ছে।
মাদকের ভয়ালগ্রাস থেকে যুব সমাজকে রক্ষার্থে বদরগঞ্জ নির্বাহী অফিস ও বদরগঞ্জ
থানার ওসির আবেদনের প্রেক্ষিতে শুক্রবার বিকেল তিন টায় রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২
পদাতিক ব্রিগেডর ৩৪ ইবির দায়িত্ব পুর্ন এলাকা তারাগঞ্জ ক্যাম্প হতে লে: নাজমুল হোসেন মানিক
এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল মাদক নিয়ন্ত্রন ঝটিকা অভিযান পরিচালনা করলে দিনাজপুর সদর
উপজেলার বালুবাড়ী মহল্লার মৃত কালিপদ ভৌমিকের ছেলে মাদক ব্যবসায়ী বাবুল ভৌমিক (৫৬), এবং
তার সহযোগী বদরগঞ্জ স্টেশনপাড়ার মোশারফ হোসেনের স্ত্রী দুলালী বেগমকে (৫৫), আটক করতে
সক্ষম হয়। এসময় সেনাবাহিনী মদ ভাটির পাশে হমিদুল মিস্ত্রির বাড়ীর পিছনে পরিত্যক্ত একটি
জঙ্গল থেকে চল্লিশ লিটার দেশীয় মদ ও মদ বিক্রির নগদ ৯৭৮৫ টাকা উদ্ধার করে।
পরবর্তীতে
বিকেল চার টায় আটক ২ জন মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মদ এবং নগদ টাকা বদরগঞ্জ থানার ওসির
নিকট জমা দেওয়া হয়।
বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, আটককৃত ব্যক্তিদের নামে থানায়
মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়।