Type Here to Get Search Results !

সুন্দরগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় নিহত ১

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মনজিল হক (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে মনজিল হকের সঙ্গে একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আবু বক্করের পরিবারের জমি নিয়ে বিরোধ-মামলা চলে আসছিল। বিরোধপূর্ণ জমির এক পাশে সম্প্রতি মনজিল হক মাটি ভরাট করেন।
বুধবার সকালে আবু বক্করের লোকজন সেই মাটি সরাতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের হামলায় মনজিল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies