আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ ই আগস্ট আওয়ামীলীগ ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল বের করা হয়।
৫ আগস্ট বিকেল ৬ টায় কাহারোল উপজেলা বিএনপি'র কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে কাহারোল উপজেলা সদরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে । মিছিল শেষে কাহারোল বাজার আমতলা মোড়ে এক পথ সভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সহ-সভাপতি মাইন উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক প্রভাষক শামীম শামীম ইসলাম , কাহারোল উপজেলা বিএনপি'র মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা দলের সভানেত্রী শামীমা পারভীন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক মতিউর রহমান, কাহারোল উপজেলা যুবদলের আহ্বায়ক সাদেক হোসেন, যুগ্ন আহ্বায় জুয়েল রানা, যুগ আহবায়ক আবুল হোসেন রাজা।
অপর দিকে দিনাজপুর ১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মতিউর রহমান, কাহারোল উপজেলা জামায়াতের আমির তরিকুল ইসলাম ও কাহারোল উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৫ আগস্ট জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কাহারোলে জামায়াত ইসলামীগণ মিছিল বের করে।
মিছিলটি কাহারোল উপজেলা সাদরের প্রধান প্রধান সরক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কাহারো ল বাজার আমতলা মোড়ে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর ১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী মতিউর রহমান কাহারোল উপজেলা জামাতের আমির তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক পৃথক ভাবে মিছিল পথসভার কর্মসূচি পালন করে।