নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারের একটি খড়ির দোকান থেকে রফিকুল ইসলাম ডুবু (৭০) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে খড়িঘরে ওই বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান ঘটনাস্থলে। এছাড়া সিআইডি ও পিবিআইয়ের সদস্যরাও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম টুনিরহাট এলাকার মহির উদ্দিনের ছেলে। দুই ছেলে ও দুই মেয়ে তার। স্ত্রী মারা গেছেন। এক সময়ে টুনিরহাট বাজারে করাত কলের পাহাড়ার কাজ করছেন তিনি। সেই থেকে বাজারই হয়ে উঠে তার ঘর বাড়ি। বাড়িতে থাকতেন না। প্রায় ২০ বছর ধরে ওই খড়ি ঘরের এক পাশে বিছানা করে থাকতেন তিনি। মানুষের কাছে সহযোগিতা নিয়ে খাওয়া দাওয়া করতেন। স্থানীয়রা তাকে সহজ সরল মানুষ হিসেবেই জানতেন। তবে তার জুয়া খেলার নেশা ছিলো।
রফিকুলের ভাই শনিবুল্লাহ বলেন, আমার ভাই বাজারেই থাকতো।
সম্প্রতি তার মোবাইল ফোন ও ১২’শ টাকা চুরি হয়। আমার স্ত্রী আবার তাকে ২০০ টাকা দেয়। সে এক সময় জুয়া খেলতো। এখন তো ওর কাছে টাকাই নেই। তবে আমাদের জানা মতে ওর কোন শত্রু নেই। তারপরও কে বা কারা আমার ভাইকে এমন করে হত্যা করলো আমার মাথায় আসছে না। আমরা চাই আমার ভাইয়ের হত্যাকারীদের খুঁজে বের করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়।
টুনিরহাট বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, গণঅভ্যুত্থান দিবস। এইরকম একটা দিনে নিরীহ একটা মানুষকে গলা কেটে হত্যা কোনভাবেই মেনে নেয়া যায় না।
আমরা চাই পুলিশ দ্রুত এই ঘটনার রহস্য উন্মোচন করবে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, টুনিরহাট বাজারের একটি খড়িঘর থেকে ওই বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা ক্রাইম সিন সংগ্রহ করেছে। এই হত্যাকান্ডের রহস্য উন্মোচনের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। আশা করি খুব দ্রুত আমরা এই হত্যার রহস্য উন্মোচন করতে পারবো।