ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার দুপুর ৩ টার দিকে অভিযুক্ত শাকিল (১৯) ভবানিপুর গ্রামের একটি শিশুকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্বজনরা দ্রুত এগিয়ে এলে শাকিল পালিয়ে যায়।
২ আগষ্ট দিবাগত রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি দল ভবানিপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে শাকিলকে আটক করে।
গাইবান্ধা সেনা ক্যাম্পের কমান্ডার জানান, অভিযুক্তকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে
ধর্ষিত শিশুটির বাবা জামিনুর রহমান বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।মামলা নং ৬।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্ট মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।