খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট আবেদন করেছে ৩৯৬জন। যাচাই-বাছাইয়ে যোগ্য ৩২০ জন, অযোগ্য ৭৪ জন ও প্রত্যাহার করেছেন ০২ জন।নির্বাচিত:
ও এম এস ডিলার = ০৬ জন ও খাদ্যবান্ধব ডিলার ৫৫ জন সর্বমোট ডিলার = ৬১ জনকে উন্মুক্ত লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এর আয়োজনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: মিসবাহুল হোসাইন এর সঞ্চালনায় উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে( ২৭আগস্ট)বুধবার সকাল ১১ টা থেকে তিনটা পর্যন্ত এ লটারি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার আহাদ, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, উলিপুর থানার (ভারপ্রাপ্ত ওসি তদন্ত) নাজমুস সাকিব সজিব,
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক হায়দার আলী মিঞা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম তৌহিদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,১৩ টি ইউনিয়ান ও একটি পৌরসভার আবেদনকারীরা সহ সর্ব স্তরের মানুষজন উপস্থিত ছিলেন।